Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

একাডেমিক উন্নয়নঃ

১. ২০২৩ শিক্ষা বর্ষে নির্দিষ্ট আসন সংখ্যার বিপরীতে  ৬ষ্ঠ শ্রেণিতে ৯৩ জন, ৭ম শ্রেণিতে ৮৭ জন, ৮ম শ্রেণিতে ৫৭ জন এবং ৯ম শ্রেণিতে বিভিন্ন ট্রেডে ৬১ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।

২.  ছাত্রী/নারী শিক্ষার্থী/প্রশিক্ষাণার্থী হার বৃদ্ধি করা।

৩. অনগ্রসর/বিশেষ চাহিদা সম্পন্নদের অংশগ্রহনের হার বৃদ্ধি করা।

৪. শিল্প কারখানা/নিয়োগদাতার সাথে কর্মসংস্থান ও চাহিদাভিত্তিক প্রশিক্ষণ পরিচালনার লক্ষ্যে চুক্তি বৃদ্ধি করা।

৫.  যথাযোগ্য মর্যাদার সাথে বিভিন্ন জাতীয় দিবস উদযাপন।

 

অবকাঠামোগত উন্নয়নঃ

ক) প্রতিষ্ঠানে ”বঙ্গবন্ধু কর্ণার” প্রস্তুত করা হয়েছে।

খ) ছাত্রীদের জন্য দুইটি টয়লেট নির্মাণ করা হয়েছে।

গ) ছাত্রদের জন্য চারটি টয়লেট নির্মাণ করা হয়েছে।

ঘ) ক্লাস রুমে টাইলস স্থাপন এবং জানালা-দরজা ও বৈদুতিক পাখা লাগানো হয়েছে।

ঙ) ১০ টি মাল্টিমিডিয়া প্রজেকটর স্থায়ী সংযোগসহ ডিজিটাল ক্লাশ উপপোগী করা হয়েছে।

চ) ল্যাব আধুনিকীকরণ, প্রশিক্ষণ ও প্রশাসনিক কাজের জন্য ৬ টি ডেস্কটপ কম্পিউটার স্থাপন করা হয়েছে।